বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বৃহস্পতিবার সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

এ কর্মসূচির কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তিনি।

শহীদুল্লাহ হলের সামনে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ছবি: এমরান হোসেন/স্টার

কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত পৌনে ৮টায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।

তিনি লেখেন, 'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারা দেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।'

ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, কোটা আন্দোলন, কোটা সংস্কার,
পুলিশের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ। ছবি: আনিসুর রহমান

'শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।'

তিনি আরও লেখেন, 'আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।'

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

7m ago