নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

নারায়ণগঞ্জ, কোটা আন্দোলন, কোটা সংস্কার,
প্রেসক্লাবের সামনে থেকে সংঘর্ষ শুরু হলেও পুরো বঙ্গবন্ধু রোডে ছড়িয়ে পড়েছে।। ছবি: স্টার

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। একদিকে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ছে, অন্যদিকে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ছে।

আজ বৃহস্পিতবার দুপুর সাড়ে বারোটায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ সংঘর্ষ শুরু হয়।

বর্তমানে বঙ্গবন্ধু সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল এগারোটা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও দুই নম্বর রেলগেইট এলাকায় অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। সাড়ে বারোটার দিকে চাষাঢ়া মোড় থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান বেরিয়ে আসলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা নানা স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে৷ প্রতিবাদে পাল্টা ইট-পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা৷

এখনো সংঘর্ষ চলছে বলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago