দুই দিনে ২৫ অগ্নিসংযোগ, ঢাকায় ১৫: ফায়ার সার্ভিস

গতকাল ১৭ জুলাই থেকে আজ ১৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ২৫টি সহিংসতার আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ বৃহস্পতিকার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ১১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা সিটি এলাকায় ঘটে।

গত দুই দিনে সহিংসতার আগুনের মধ্যে নারায়ণগঞ্জ ১টি, গাইবান্ধা জেলায় ২টি, রংপুর সিটিতে ২টি, কুষ্টিয়ায় ১টি, সিরাজগঞ্জে ১টি, বরিশালে ১টি, নাটোরে ১টি, মাদারীপুরে ১টি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এই অগ্নিকাণ্ডে ৬টি বাস, ২টি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল, ২টি রাজনৈতিক দলের অফিস ও ১টি টোল প্লাজা, ১টি থানা, ১টি পুলিশ বক্স, ১টি পুলিশের গাড়ি ও ২টি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

এই অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ জন সদস্য আহত হন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago