ঢাকা কলেজ শিক্ষার্থী ফাইয়াজের রিমান্ড বাতিল, পাঠানো হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রে

ব্লক রেইড
ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হলে ফাইয়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে ফাইয়াজকে তার যাত্রাবাড়ীর বাসা থেকে তুলে নেওয়া হয়। ছবি: রাশেদ সুমন/স্টার

ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের সাতদিনের রিমান্ড বাতিল করেছে আদালত।

আজ সোমবার ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক হিসেবে এসএসসি পরীক্ষা ও জন্মসনদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করায় তার রিমান্ড স্থগিত করা হয়। সেইসঙ্গে তার বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করা হয়।

শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে ফাইয়াজকে তুলে আনে পুলিশ। যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গতকাল সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা।

ফাইয়াজের আইনজীবী তাকে শিশু দাবি করলেও বয়স প্রমাণের সনদ দেখাতে পারেননি।

আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফাইয়াজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে চলছে ব্লক রেইড। এসব রেইড প্রত্যক্ষ করা স্থানীয়দের অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের খোঁজ করছে এবং শিক্ষার্থী কাউকে পেলে তার মোবাইল ফোন তল্লাশি করছে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago