নরসিংদীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজ রোববার দুপুর ১২টার পর শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা যোগ দিয়েছেন।
নরসিংদী, কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন,
শিক্ষার্থীরা নানান ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন। ছবি: সংগৃহীত

নরসিংদীসহ সারাদেশে শিক্ষার্থীদের হয়রানি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টার পর শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন পেশাজীবীরা যোগ দিয়েছেন।

দ্য ডেইলি স্টারের নরসিংদী সংবাদদাতা জানিয়েছে, সড়ক বন্ধ থাকায় বন্ধ আছে যান চলাচল। শিক্ষার্থীরা নানান ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

তারা সম্প্রতি ঘটে যাওয়া মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে সরকারে পদত্যাগ এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি নিয়েও স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভস্থলে দেখা গেছে। 
 

Comments