এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

টাঙ্গাইল বাইপাস অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাউন বাইপাস মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে টাউন বাইপাস মোড়ে অবস্থান নেয়।

এর আগে বিকেল তিনটা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কের টাউন বাইপাস মোড়ে যায়।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও, শিক্ষার্থীদের ইট-পাটকেলের মুখে তারা পিছু হটতে থাকে।

পরে বিকেল ৫টার দিকে সেখানে বিক্ষোভ সমাবেশ করে মহাসড়ক থেকে শহরের দিকে ফিরে যেতে থাকে শিক্ষার্থীরা।

জানতে চাইলে জেলার এএসপি মো. শরফুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ শিক্ষার্থীদের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না। কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে এসেছে। আমরা তাদের ওপর কোনো বলপ্রয়োগ না করে নিজেরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago