শাহবাগে শিক্ষার্থী ও পেশাজীবীদের অবস্থান

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন শ্রমিকরা।
শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অবস্থান। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

রাজধানীর শাহবাগ এলাকায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।

আজ রোববার সকাল ১০টার দিক থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধীরে ধীরে তাদের সঙ্গে শ্রমিকসহ অন্যান্য সাধারণ মানুষ যোগ দিতে শুরু করেন।

শাহবাগ মোড় থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, লাঠি-সোটা হাতে তরুণ-যুবকরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। তারা নানা স্লোগানে মুখরিত করে রেখেছেন ওই এলাকা।

অবস্থানরতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদেরও দেখা গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন শ্রমিকরা।

শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকেই রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago