টাঙ্গাইলে ৪ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনের ঢামেকে মৃত্যু

গত ৪ আগস্ট দুপুরে মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ইমন গুলিবিদ্ধ হয়।
ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন (২২)। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমন মারা গেছে।

আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইমনের বন্ধু ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, গত ৪ আগস্ট দুপুরে মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ইমন গুলিবিদ্ধ হয়। সেসময় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরও জানান, ইমনের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামে। ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাশের পর সে অন্য কলেজে ভর্তির চেষ্টায় ছিল। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল বড়।

Comments