রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

আজ রোববার দুপুরে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে এই মামলা করেন।
পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে এই মামলা করেন।

তাৎক্ষণিকভাবে আসামিদের নাম জানা যায়নি।

রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলায় রাজনৈতিক ব্যক্তিদের আসামি করা হয়নি। আসামিদের তালিকায় বেশিরভাগই পুলিশ। এ ছাড়া, অজ্ঞাত আসামি রয়েছে।'
 

Comments