পাহাড়তলীতে ৩৬২ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় রেলের জায়গায় গড়ে ওঠা স্ক্র্যাপ কলোনিতে অভিযান চালিয়েছে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।
পাহাড়তলীতে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় রেলের জায়গায় গড়ে ওঠা স্ক্র্যাপ কলোনিতে অভিযান চালিয়েছে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে অবৈধ অন্তত ৩৬২টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব উল করিম।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ১ দশমিক ১ একর জমি উদ্ধার হয়েছে। রেলের জায়গা দখল করে কলোনি করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনায় অন্তত ১ হাজার ৫০ জন বসবাস করতেন।'

Comments