জমে উঠেছে চট্টগ্রামের বইমেলা

চট্টগ্রামে বইমেলায় একটি স্টলে বই দেখছে দুই শিশু। ছবি: রাজীব রায়হান

জমে উঠেছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম প্রাঙ্গণে শুরু হয় ২১ দিনব্যাপী বইমেলা। সপ্তাহ পেরিয়ে বইমেলায় প্রতিদিন বিপুল সংখ্যক পাঠকের সমাগম হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন স্টলে বেড়েছে বইয়ের বিক্রি।

বইমেলার আহ্বায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, বইমেলায় ঢাকা- চট্টগ্রামের ১০৮টি প্রকাশনী অংশ নিয়েছে। মেলায় ১৪০টি স্টলে বই প্রদর্শনী ও বিক্রি চলছে।

মঙ্গলবার বিকেলে বইমেলায় গিয়ে বিপুল সংখ্যক পাঠকের সমাগম দেখা যায়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে আবার কেউ এসেছেন পরিবার নিয়ে। তারা বিভিন্ন স্টলে পছন্দের বই বাছাই করে কিনছেন।

এর মধ্যে প্রথমা প্রকাশন, বাতিঘর পাবলিকেশন, অ্যাডর্ন পাবলিকেশন, কথাপ্রকাশসহ বেশ কিছু প্রকাশনীর স্টলে পাঠকদের ভিড় দেখা যায়।

অষ্টম শ্রেণির ছাত্র রাফি বাবার সঙ্গে মেলায় এসেছে। সে বলে, মুহাম্মদ জাফর ইকবালের বই তার ভালো লাগে। পছন্দের লেখকের নতুন বই কিনতে সে মেলায় এসেছে।

মেলায় বই দেখছেন একদল স্কুলশিক্ষার্থী। ছবি: রাজীব রায়হান

বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তনিমা চৌধুরী। তারা সবাই বাতিঘর প্রকাশনীর স্টলে পছন্দের বই খুঁজছিলেন। ইতিহাসের বইয়ের প্রতি ঝোঁকের কথা জানিয়ে তনিমা বলেন, মেলায় তিনি আসিফ নজরুলের নতুন উপন্যাস কিনবেন।

জানতে চাইলে বাতিঘর পাবলিকেশনের সেলসম্যান বাবলু চৌধুরী বলেন, তাদের স্টলে রাজনীতি ও উপন্যাসের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি শিশুসাহিত্যেরও চাহিদাও আছে।

বেচাকেনা সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'মেলায় পাঠক আসছেন… যত দিন যাচ্ছে, পাঠকের উপস্থিতিও বাড়ছে।'

মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

1h ago