পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেপ্তার

গ্রেপ্তার জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতা শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার নগরীর বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনর নাহিদ আদনান তাইয়ান।

তিনি জানান, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩৯টির বেশি নাশকতামূলক মামলা রয়েছে। গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলারও অন্যতম প্রধান আসামি তিনি।

শামসুজ্জামান হেলালী জামায়াতে ইসলামী চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

Comments

The Daily Star  | English

Boarding bridge collapse damages Kuwait Airways aircraft at Dhaka airport

The incident occurred around 2:30am shortly after Kuwait Airways flight KU283 landed in Dhaka at 1:30am

1h ago