বেশি দামে চিনি-এলাচ বিক্রি, খাতুনগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা এবং অতিরিক্ত লাভ করার প্রমাণ পাওয়ায় চিনি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনির ২ পাইকারি প্রতিষ্ঠানসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

পণ্যের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা এবং অতিরিক্ত লাভ করার প্রমাণ পাওয়ায় চিনি ব্যবসায়ী নাবিল গ্রুপকে ৫০ হাজার ও আরএম ট্রেডার্সকে ৩০ হাজার এবং এলাচ ব্যবসায়ী এবি ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'রমজানের আগে খুচরা পর্যায়ে কেজিপ্রতি দাম ২-৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের চিনির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করতে গেলে তারা কোনো রশিদ দেখাতে পারে নি। তারা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করেন না।'

তিনি বলেন, 'এলাচ আমদানির তথ্য বিশ্লেষণ করলে প্রতিকেজি এলাচ ১৫ শতাংশ মুনাফাসহ বিক্রয়মূল্য হওয়ার কথা ১৬০০-১৭০০ টাকা। কিন্তু বাজারে ২২০০-৩০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।'

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Comments