হাতির আক্রমণে শিশুর মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শাহামীরপুর গ্রামে রাত ২টার দিকে হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশু মারা যায়। এই ঘটনায় শিশুটির মা আহত হন।

নিহত শিশুর নাম আরমান জাওয়াদ। সে ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। শিশুটির মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মো. ইব্রাহিম বলেন, 'রাতে আমার বাড়িতে আক্রমণ করে হাতি। জীবন বাঁচাতে আমার স্ত্রী খাদিজা সন্তানকে নিয়ে ঘর থেকে বের হলে হাতি শুঁড় দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। ওখানেই আমার ছেলে মারা যায়।'

স্থানীয় ইমরান হোসেন জানান, 'হাতির পাল সরিয়ে নেওয়ার দাবিতে ভোর ৬টায় কেপিজেড গেটে শিশুটির মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে এলাকাবাসী।'

অবরোধের ফলে সড়কের উভয় দিকে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

অবরোধে থাকা ওয়াসিম আকরাম বলেন, 'এই এলাকায় চারটি হাতির পাল আছে। হাতিগুলো এলাকা থেকে সরানো না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কেপিজেড কর্তৃপক্ষকে এই নিশ্চয়তা দিতে হবে।'

নিহত শিশুটির বাবা ইব্রাহিম বলেন, 'হাতি আমার ছেলেকে হত্যা করেছে এবং আমার স্ত্রীকে আহত করেছে। হাতির আক্রমণে যাতে আর কোনো মৃত্যু না হয়, সেজন্য আমি ব্যবস্থা চাই। হাতিগুলোকে অবিলম্বে সরাতে হবে।'

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সকাল ১১টা ৩০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কের একটি লেন অবরোধ করে রেখেছিলেন।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago