প্রতিটি দিন হোক মায়ের জন্য

ছবি: রঙ বাংলাদেশ

মা মানে সাহস, আশ্রয় ও ভালোবাসার প্রথম পাঠশালা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছিলেন, 'যার মা আছে, সে কখনো গরিব নয়'। আবার নেপোলিয়ান বলেছিলেন, 'আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব'। আসলে আমাদের জীবনে মায়ের অবদান অপরিসীম। সেই ছেলেবেলায় মা সংসারের খরচ থেকে অল্প অল্প করে জমানো টাকা তুলে দিতেন আমাদের হাতে। এভাবে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ের কাছে মা হয়ে উঠতেন ভালোবাসার ব্যাংক।

আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস। এই দিনটি উৎসর্গ করা হয় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটির প্রতি। তবে মা দিবস কেবল উপহার দেওয়ার দিন নয়—এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন। কারণ একজন মা প্রতিনিয়ত নিজের প্রয়োজন ও স্বপ্ন ত্যাগ করে সন্তানকে আগলে রাখেন। মা জানেন না বিশ্রাম কী, ক্লান্তি কী—তার কাছে সন্তানের মুখের হাসিই পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার।

একজন সন্তানের জীবনে সফলতার জন্য মায়ের দোয়া খুবই দরকারি। নিশ্চয়ই বায়েজিদ বোস্তামির সেই বিখ্যাত গল্পটা পড়েছেন। শোনা যায়, এক রাতে বায়েজিদ বোস্তামির মায়ের ঘুম ভেঙে যায়। তারপর তিনি বায়েজিদের কাছে পানি পান করতে চাইলেন। তখন পাত্রে কোনো পানি ছিল না। বোস্তামি সেই অন্ধকার রাতে বাইরে গেলেন পানি আনতে। তিনি যখন পানি নিয়ে ঘরে ফিরলেন, তখন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন। বায়েজিদ ঘুমন্ত মাকে না ডেকে সারা রাত পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইলেন। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভাঙল। তিনি দেখলেন বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন মা বায়েজিদকে দোয়া করলেন, 'একদিন তুমি অনেক বড় হবে।' পরবর্তীতে বায়েজিদ বোস্তামি অনেক বড় একজন ধর্ম প্রচারক হয়েছিলেন।

মায়েরা সন্তানের জন্য মা সব করতে পারেন। এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন। এ নিয়ে প্রচলিত একটি গল্প আছে। এক প্রেমিকা তার প্রেমিকের কাছে ভালোবাসার পরীক্ষা নিতে চাইল। পরীক্ষাটা ছিল ওই প্রেমিককে তার মায়ের হৃদপিণ্ড এনে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। প্রেমিক বাড়িতে গিয়ে মাকে হত্যা করে হৃদপিণ্ড নিয়ে নিলো। তারপর সেটা প্রেমিকার কাছে আনার পথে প্রেমিক হোঁচট খেয়ে পড়ে গেল। তখন মায়ের হৃদপিণ্ড বলল, 'কিরে খোকা, ব্যথা পেলি?' এই হলো মা!

যাইহোক আজ মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি শুভেচ্ছা। আজ একটিবার মাকে জড়িয়ে ধরি বলি, 'তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, মা!' তাহলে সেটিই হবে মায়ের জন্য সেরা উপহার।

তবে শুধু মা দিবস নয়, আমাদের প্রতিটি দিন হোক মায়ের জন্য। কারণ মাকে ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিন লাগে না।

Comments

The Daily Star  | English
Dhaka traffic jam Jamaat rally 2025

Dhaka choked by gridlock as thousands head to Jamaat’s rally

Around 10,000 Jamaat volunteers were deployed to manage the crowd and coordinate traffic flow, particularly around Shahbagh

1h ago