সিলিন্ডার ও ইনডাকশন চুলা বাড়তি দামে বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

আজ সোমবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গ্যাস সংকটকে কাজে লাগিয়ে গ্যাসের সিলিন্ডার ও ইনডাকশন চুলা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার ও ইনডাকশন চুলা বিক্রি করার দায়ে নগরীর লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এনায়েত বাজার এলাকার এসকে ট্রেডিংকে ২০ হাজার টাকা ও আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং গোলাাম রসুল মার্কেটের ২ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয় বলে জানান তিনি।

Comments