মরুর শহরে বাংলাদেশিদের সম্পদের পাহাড়: যে বিবেচনায় প্রতিবেদনে ১৯ জনের নাম এসেছে

দ্য ডেইলি স্টার

২০২৫ সালের ৭ জানুয়ারি প্রকাশিত 'মরুর শহরে বাংলাদেশিদের সম্পদের পাহাড়' শিরোনামের প্রতিবেদনটিতে আমরা কেন দুবাইয়ে সম্পদের অধিকারী কিছু বাংলাদেশির নাম প্রকাশ করেছি, তার যথাযথ ব্যাখ্যা আমাদের প্রতিবেদনেই আছে। এর বিস্তারিত জানতে প্রতিবেদনটির ৯-১৬ নম্বর অনুচ্ছেদ পড়ুন। নিচে আমরা আবারও উল্লেখ করছি কেন এবং কীসের ভিত্তিতে আমরা কয়েকজনের নাম ব্যবহার করেছি এবং বাকিদের নাম উল্লেখ করিনি।

১। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সিফোরএডিএস) ডেটাবেজ পর্যালোচনা করে দ্য ডেইলি স্টার দেখেছে, ৪৬১ বাংলাদেশির নামে দুবাইয়ে সম্পত্তি নিবন্ধিত রয়েছে। তাদের মধ্যে আমরা ১৯ জনের নাম উল্লেখ করেছি এবং ৪৪২ জনকে বাদ দিয়েছি।

২। দুটি বিষয়ের ওপর ভিত্তি করে আমরা ১৯ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেছি। ক. যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এবং ইতোমধ্যে তদন্ত হয়েছে। একইসঙ্গে যারা দোষী সাব্যস্ত হয়েছেন বা পরবর্তীতে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। খ. যাদের সম্পত্তি সম্পর্কিত তথ্য দুবাই ভূমি বিভাগ ও অন্যান্য সরকারি উত্স থেকে পাওয়া গেছে।

৩। এই দুটি মানদণ্ডের ভিত্তিতে প্রতিবেদনে আমরা ৪৪২ জনের নাম উল্লেখ করিনি।

৪। আমরা আবারও জোর দিয়ে বলছি, আমাদের প্রতিবেদনে কারো নাম উল্লেখ বা বাদ দেওয়ার ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ পদ্ধতি অবলম্বন করা হয়নি। আমরা কেবল উপরোল্লিখিত পদ্ধতি অনুসরণ করেছি।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

7h ago