গাজায় যুদ্ধবিরতির দাবিতে বাইডেনকে ৬০ হলিউড তারকার বার্তা  

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় আহত একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন স্বজনরা। ছবি: রয়টার্স

অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

তারা লিখেছেন, 'পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।'

এতে আরও লেখা হয়, 'এ ঘটনায় আমরা নীরব ছিলাম—এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।'

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে গত সোমবার জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস মন্তব্য করেছিলেন, 'ইতিহাস সব দেখছে।' ওই মন্তব্যটিও বার্তায় উল্লেখ করেন এই তারকারা।

অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও সেই বার্তায় করা হয়েছে।

এতে সই করা ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটি ক্রমাগত গাজায় বোমাবর্ষণ করে যাচ্ছে। প্রায় ২৫ বর্গকিলোমিটার আয়তনের এই উপত্যকায় ২৩ লাখ মানুষের বসবাস।

২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে ইসরায়েল ও মিশর অবরোধ আরোপ করে।

ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ জন ও গাজায় ইসরায়েলের হামলায় চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

হামাসের হাতে ২১০ জন বাসিন্দা আটক আছেন বলেও ইসরায়েল দাবি করেছে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago