জাতিসংঘকে ‘শিক্ষা’ দিতে চায় ইসরায়েল

গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলার পর প্রথমে তার পদত্যাগ দাবি করে ইসরায়েল।
জাতিসংঘের সদর দপ্তরের গেট। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের সদর দপ্তরের গেট। ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান জানিয়েছেন, দেশটি জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ রাখবে। জাতিসংঘকে 'শিক্ষা' দেওয়ার কথাও বলেছেন তিনি। 

আজ বুধবার আল জাজিরা ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলার পর প্রথমে তার পদত্যাগ দাবি করে ইসরায়েল।

গিলাদ এরদান আর্মি রেডিওকে বলেন, 'তার (জাতিসংঘের মহাসচিব গুতেরেস) এসব মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেব না।'

'আমরা ইতোমধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথস এর ভিসা আবেদন বাতিল করেছি। তাদেরকে (জাতিসংঘ) শিক্ষা দেওয়ার সময় এসেছে।'

গতকাল মঙ্গলবার অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের 'সুস্পষ্ট লঙ্ঘন' হচ্ছে জানিয়ে অবিলম্বে ইসরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, 'গাজায় জাতিসংঘের জ্বালানি সরবরাহ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সেটা হবে আরেকটি বিপর্যয়। এই মহাকাব্যিক দুর্ভোগ লাঘবে, ত্রাণ সহায়তা সহজ ও নিরাপদ করতে এবং জিম্মিদের মুক্তির সুবিধার্থে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি।'

তিনি আরও বলেন, 'এটাকেও স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ যে, হামাসের হামলা শূন্য থেকে ঘটেনি।'

নিরাপত্তা পরিষদে এই বক্তব্যের জন্য জাতিসংঘ মহাসচিবের নিন্দা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন চলাকালেই গুতেরেসের উদ্দেশে তিনি বলেন, 'মহাসচিব, আপনি কোন পৃথিবীতে বাস করেন?'

এসবের পাশাপাশি এলি কোহেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন বলেও জানিয়েছে আল-জাজিরা।

 

Comments