শেষদিনে মুক্তি পেতে যাওয়া ১১ জিম্মির তালিকা পেয়েছে ইসরায়েল, বাড়তে পারে যুদ্ধবিরতির মেয়াদ
আজ শেষ হতে যাচ্ছে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি। চুক্তির অন্যতম শর্ত ছিল ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি। আজ মুক্তি পেতে যাওয়া ১১ জন জিম্মির তালিকা ইতোমধ্যে হাতে পেয়েছে ইসরায়েল।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
চুক্তি অনুযায়ী, চার দিনে ৫০ ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১৫০ ফিলিস্তিনি নাগরিকের মুক্তি পাওয়ার কথা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছেন, প্রতিদিন ১০ জন করে জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে।
হামাস ইতোমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ইচ্ছে প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
এখন পর্যন্ত তিন দিনে মোট ১৭৫ জন মুক্তি পেয়েছেন।
প্রতিদিন ১৩ জন করে তিন দিনে ৩৯ ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।
প্রতিদিন ৩৯ জন করে তিন দিনে ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।
এ ছাড়া, ১৭ থাই, এক ফিলিপিনো ও এক ইসরায়েলি বংশোদ্ভুত রুশ নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস।
ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, শুধু অধিকৃত পশ্চিম তীর থেকেই ৭ অক্টোবরের পর থেকে তিন হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।
Comments