পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো স্পেন

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম। ছবি: এএফপি (২৪ মে, ২০২৪)
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম। ছবি: এএফপি (২৪ মে, ২০২৪)

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে স্পেন। ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হিসেবে গাজা এবং পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করে পূর্ব জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ।

আজ মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, ১৯৬৭ সালের পর ফিলিস্তিনি সীমান্তে কোনো পরিবর্তনকে স্বীকৃতি দেবে না স্পেন। যদি সব পক্ষ একমত হয়, তবেই আসতে পারে এ ধরনের কোনো রূপান্তরের অনুমোদন।

তিনি বলেন, 'এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার একটাই উদ্দেশ্য: ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা।'

স্পেন সরকার আজকেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেবে।

স্পেনের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ অভিযোগ এনেছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বব্যাপী ইহুদি ধর্মাবলম্বীদের নির্মূলের আহ্বানে সহযোগীর ভূমিকা পালন করছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: রয়টার্স

ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, 'খামেনি, সিনওয়ার ও (স্পেনের) উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ ইসরায়েলের ধ্বংস চেয়েছেন এবং নদী থেকে সমুদ্র পর্যন্ত একটি ইসলাম-ভিত্তিক ফিলিস্তিনি জঙ্গি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।'

গত সপ্তাহে দিয়াজ তার বক্তব্যের শেষে 'নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত' শ্লোগান দেন। এর মাধ্যমে তিনি দুই-রাষ্ট্র সমাধানের প্রচারণা চালান।

ক্যাটজ বলেন, 'আপনি যখন আপনার সহকারীকে বরখাস্ত করছেন না এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন—তখন হ্যাঁ, আপনি ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধকে উসকে দিচ্ছেন।'

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago