অস্ট্রেলিয়ায় মহড়ার সময় মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: এএফপি
মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার সদৃশ আকাশযান অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি অঙ্গরাজ্যে মহড়ায় অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। অসপ্রে আকাশযানের ২৩ যাত্রীর মধ্যে ৩ মার্কিন নৌসেনা নিহত হয়েছেন। 

আজ রোববার বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে দুর্ঘটনাস্থল থেকে ৫ নৌসেনাকে (মেরিন নামে পরিচিত) উদ্ধার করে ডারউইনের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

মার্কিন সেনা কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, 'আকাশযানটিতে ২৩ জন সেনা ছিল।'

মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: রয়টার্স
মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: রয়টার্স

'৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫ জনকে রয়েল ডারউইন হাসপাতালে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে', যোগ করেন কর্মকর্তারা।

ডারউইন শহরের উত্তরে টিউই দ্বীপে মহড়ায় অংশ নেয় এই আকাশযানটি।

মেলভিল দ্বীপে অসপ্রে-২২ আকাশযানটি ভূপাতিত হয়। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে উদ্ধার কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে 'মর্মান্তিক' ও 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেন।

মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: এএফপি
মার্কিন সামরিক উড়োজাহাজ অসপ্রে-২২। ফাইল ছবি: এএফপি

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রিডেটর্স রান এক্সারসাইজ নামে এক ধরনের যৌথ মহড়ায় অংশ নেয় এই অসপ্রে আকাশযান।

অসপ্রে আকাশযানের বৈশিষ্ট্য হল এতে হেলিকপ্টারের মতো পাখা আছে এবং এটি সরাসরি আকাশে উঠে যেতে পারে, আবার একইসঙ্গে এটি টার্বোপ্রপ উড়োজাহাজের মতো গতিবেগে চলতে পারে।

 

Comments

The Daily Star  | English

Influenza wave grips the nation

Influenza is emerging as a main driver behind the recent surge in viral fever cases nationwide, with rising numbers of both children and adults falling ill.

8h ago