নিউজিল্যান্ডে জেসিন্ডার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস হিপকিন্স

নিউজিল্যান্ডের লেবার পার্টির এমপি ক্রিস হিপকিন্স দলের একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হতে চলেছেন। 
নিউজিল্যান্ডে জেসিন্ডার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস হিপকিন্স
ক্রিস হিসকিন্স। ছবি: স্টার

নিউজিল্যান্ডের লেবার পার্টির এমপি ক্রিস হিপকিন্স দলের একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হতে চলেছেন। 

তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হন এবং ২০২০ সালের নভেম্বর মাসে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী নিযুক্ত হন।

গত বৃহস্পতিবার মিসেস আরডার্ন অবাক করার মতো এক ঘোষণা দিয়ে পদত্যাগ করেন। সেখানে তিনি জানান, 'তার ভাঁড়ে নেতৃত্ব দেওয়ার মতো আর কিছু নেই'।

মি. হিপকিন্স সামনে কতদিন দায়িত্বে থাকবেন সেটা প্রায় অনিশ্চিত। তার কারণে আগামী অক্টোবর মাসে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪৪ বছর বয়সী মি. হিপকিন্স বর্তমানে দেশটির পুলিশ, শিক্ষা এবং জনসেবা বিষয়ক মন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার আগে রোববারের মধ্যে নিউজিল্যান্ডের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে।

তিনি সেই সমর্থন পেলে মিসেস আরডার্ন আনুষ্ঠানিকভাবে গভর্নর-জেনারেলের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন। তখন তিনি রাজা তৃতীয় চার্লসের পক্ষে মি. হিপকিন্সকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

 

Comments