নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিপকিন্স

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের পদত্যাগের পর আজ বুধবার তিনি এ শপথ নেন।
নিউজিল্যান্ডে জেসিন্ডার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস হিপকিন্স
ক্রিস হিসকিন্স। ছবি: স্টার

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের পদত্যাগের পর আজ বুধবার তিনি এ শপথ নেন।

লেবার পার্টি তাদের সাবেক কোভিড-১৯ রেসপন্স ও পুলিশ বিষয়ক মন্ত্রী ৪৪ বছর বয়সী হিপকিন্সকে গত রোববার দল এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করে। 

'নেতৃত্ব দেওয়ার জন্য ভাঁড়ে আর কিছু অবশিষ্ট নেই' উল্লেখ করে জেসিন্ডা আরডার্ন গত সপ্তাহে প্রধানমনন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

আরডার্ন চূড়ান্তভাবে বিদায় নেওয়ার সময় পার্লামেন্টের মাঠে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। সে সময় তিনি একে একে সব সংসদ সদস্যকে আলিঙ্গন করেন। অনেকে সে সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

এরপর তিনি গভর্নমেন্ট হাউসে যান। যেখানে তিনি নিউজিল্যান্ডের রাজা চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল সিন্ডি কিরোর কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

হিপকিন্স এবং তার ডেপুটি কারমেল সেপুলোনি- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে ওই দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর হিপকিন্স প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। 

Comments