লিবিয়ায় ২ সশস্ত্র আধা-সামরিক বাহিনীর সংঘাতে নিহত ২৭, আহত শতাধিক

ত্রিপোলিতে সশস্ত্র দলের মধ্যে সংঘাতের পর ভবনের ওপর ধোঁয়া দেখা যাচ্ছে । ছবি: রয়টার্স
ত্রিপোলিতে সশস্ত্র দলের মধ্যে সংঘাতের পর ভবনের ওপর ধোঁয়া দেখা যাচ্ছে । ছবি: রয়টার্স

লিবিয়ার ২ শীর্ষ সশস্ত্র  আধা-সামরিক বাহিনীর সংঘাতে রাজধানী ত্রিপোলিতে ২৭ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার দেশটির জরুরী ঔষধ কেন্দ্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এই সংস্থাটি ত্রিপোলির পশ্চিমে জরুরি সেবা দিয়ে থাকে। সংস্থার ফেসবুক পেজে হতাহতের এই 'অন্তর্বর্তীকালীন' সংখ্যা প্রকাশ করা হয়।

সোমবার প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড ও আল-রাদা (স্পেশাল ডিটারেন্স ফোর্স নামেও পরিচিত) নামে পরিচিত ২ আধা-সামরিক বাহিনীর মধ্যে ত্রিপোলিতে সংঘাত ছড়িয়ে পড়ে।  

এই ২ সশস্ত্র বাহিনী গত বছরের সংক্ষিপ্ত যুদ্ধের সময় অন্তর্বর্তীকালীন ন্যাশনাল ইউনিটি সরকারকে (জিএনইউ) সমর্থন দিয়েছিল।

২০১১ সালে ন্যাটোর পৃষ্ঠপোষকতায় বিপ্লব ও তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকে লিবিয়ায় শান্তি বা নিরাপত্তা নেই বললেই চলে। ২০১৪ সাল থেকে দেশটির পূর্ব ও পশ্চিম অংশের সশস্ত্র দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে।

সোমবার রাজধানীর মিতিগা বিমানবন্দরের নিয়ন্ত্রণকারী স্পেশাল ডিটারেন্স ফোর্স ভ্রমণে উদ্যত ৪৪৪ ব্রিগেডের কমান্ডার মাহমুদ হামজাকে বিমানবন্দর থেকে আটক করে। ব্রিগেডের একটি উৎস এ তথ্য জানিয়েছে।

পরবর্তী কয়েক ঘণ্টায় উভয় বাহিনী রাজধানীতে সেনা মোতায়েন করে এবং সন্ধ্যায় যুদ্ধ শুরু হয়, যা মঙ্গলবার দিনভর অব্যাহত ছিল।

তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বিকেলে জানান, 'ত্রিপোলির পরিস্থিতি এখন শান্ত।'

 

 

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

20m ago