ইউক্রেন সীমান্তবর্তী রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে নিহত ১১

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
রুশ সেনা
প্রতীকী ছবি। রয়টার্স ফাইল ফটো

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকালকের হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানায়, হামলাকারীরা একটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে এসেছিল। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এক দল স্বেচ্ছাসেবক যখন অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল সে সময় ২ ব্যক্তি এসে গুলি চালায়।

হামলাকারীদের গুলি করে হত্যা করা হয়েছে বলেও এতে জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বলা হয়, 'ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে যোগ দিতে যেসব স্বেচ্ছাসেবক অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদের ওপর সন্ত্রাসীরা ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।'

এতে আরও বলা হয়, 'এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন।'

Comments