রাশিয়ায় ভবন ধসে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাখালিনে আংশিকভাবে ধসে পড়া একটি ৫ তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গ্যাস বিস্ফোরণের কারণে এই ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাখালিনে আংশিকভাবে ধসে পড়া একটি ৫ তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন নিখোঁজ আছেন। জরুরি পরিষেবাগুলো তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণে এই ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

জরুরি পরিষেবা সূত্রকে উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, একটি রান্নার চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

Comments