‘প্রতি ১০ মিনিটে একটি মরদেহ বের করছেন উদ্ধারকারীরা’

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তুরস্ক, ভূমিকম্প, সিরিয়া, তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প,
ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তর-পশ্চিম সিরিয়ার হারেম থেকে আল জাজিরার সুহাইব আল-খালাফ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করার চেষ্টা করছেন।

তিনি বলেন, 'উদ্ধারকারীরা প্রতি ১০ মিনিটে একটি মরদেহ বের করছেন। সেখানে কয়েক ডজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।'

'আমরা ধ্বংসস্তূপে মানুষের চিৎকার শুনেছি। উদ্ধারকারীরা একটি শিশুকে পেয়েছিল, তাকে জীবিত বলে মনে হয়েছে এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।'

আল-খালাফ জানান, সিরিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে স্থানীয় চিকিৎসা খাত 'দুর্বল' হয়ে পড়েছে। মানুষকে হাসপাতালের করিডোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। রক্ত সরবরাহেও যথেষ্ট ঘাটতি দেখা দিয়েছে।

Comments