রাইসির মৃত্যুতে সরকারি কার্যক্রমে ‘সামান্যতম বাধাও’ আসবে না: ইরানের মন্ত্রিসভা

প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। 
ইরানের সদ্য-প্রয়াত প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ফাইল ছবি: রয়টার্স
ইরানের সদ্য-প্রয়াত প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। ফাইল ছবি: রয়টার্স

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। তা সত্ত্বেও, সরকারি কার্যক্রমে কোনো বাধা আসবে না।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ইরানের মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সরকার 'সামান্যতম বাধা' ছাড়াই কার্যক্রম অব্যাহত রাখবে।

'আমরা জাতিকে আশ্বস্ত করছি, আয়াতোল্লাহ রাইসির অদম্য চেতনাকে সাথে নিয়ে আমরা আমাদের সেবা অব্যাহত রাখব', বিবৃতিতে আরও যোগ করা হয়।

এর আগে  রোববার রাতে তেহরানে এক সমাবেশে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না। 

প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। 

হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি।

ধারণা করা হয়েছে হেলিকপ্টারের সব যাত্রী নিহত হয়েছেন।

 

Comments