ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত: জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি ভারত-চীন

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ৪টি অঞ্চল যুক্ত হওয়াকে অবৈধ বলে ঘোষণা করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবে আনা হয়েছে তাতে ভোটদানে বিরত থেকেছে ভারত ও চীন।
ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ৪টি অঞ্চল যুক্ত হওয়াকে অবৈধ বলে ঘোষণা করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবে আনা হয়েছে, তাতে ভোটদানে বিরত থেকেছে ভারত ও চীন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া এই প্রস্তাব উত্থাপন করে। এটি মস্কোর 'অবৈধ গণভোট' আখ্যা দিয়ে এর নিন্দা করা হয়। তবে গতকাল শুক্রবার উত্থাপিত এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দেওয়ায় তা পাশ হয়নি।

এই প্রস্তাবে কাউন্সিলের ১৫ সদস্যের মধ্যে ১০ জন সমর্থন করে। ব্রাজিল ও গ্যাবনও ভোটদানে বিরত ছিল।

ভারত এটিকে 'বিকশিত পরিস্থিতির সামগ্রিকতা' উল্লেখ করে ভোট দান থেকে বিরত থেকেছে।

Comments