ক্ষেপণাস্ত্র ছোড়া উদ্দেশ্যপ্রণোদিত নয়: পোলিশ প্রেসিডেন্ট

পোলান্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে জানিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।   
ক্ষেপণাস্ত্র ছোড়া উদ্দেশ্যপ্রণোদিত নয়: পোলিশ প্রেসিডেন্ট
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। ছবি: রয়টার্স

পোলান্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে জানিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।   

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্দ্রেজ দুদা বলেছেন, পোলান্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি সম্ভবত একটি 'দুর্ভাগ্যজনক ঘটনা' ছিল।

তিনি আরও জানান, 'খুব সম্ভবত' ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর। ইউক্রেন রুশ হামলার বাধা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল।

তবে এ বিস্ফোরণের দায় অস্বীকার করেছে ইউক্রেন।

Comments