কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ মারা গেছেন

শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। ছবি: রয়টার্স

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শেখ নাওয়াফ আল-আহমদ ২০২০ সালে মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশটির আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

রয়টার্স জানায়, আমিরের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি কুয়েত সরকার। গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভর্তির কারণ হিসেবে 'জরুরি স্বাস্থ্য সমস্যা'র কথা জানিয়েছিল।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nozrul Islam Chowdhury to head new tribunal

57m ago