মনে হয় না রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে: বাইডেন

হোয়াইট হাউজে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি: এপি
হোয়াইট হাউজে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি: এপি

ইউক্রেনে চলমান 'বিশেষ সামরিক অভিযানে' রুশ প্রেসিডেন্ট পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রছন্ন হুমকি দিলেও আদৌ তিনি তা করবেন কিনা—এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রুশ অভিযান ক্রান্তিলগ্নে পৌঁছেছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী সেতুতে হামলার পর ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ক্রেমলিন। গত ২ দিন রাজধানী কিয়েভসহ অধিকৃত দেশটির বেশ কয়েকটি অঞ্চলে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

পুতিন ও বাইডেন। এক বছর আগেও তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ফাইল ছবি: রয়টার্স
পুতিন ও বাইডেন। এক বছর আগেও তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ফাইল ছবি: রয়টার্স

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সাক্ষাৎকারে বাইডেন বলেন, 'পুতিন বাস্তববাদী। কিন্তু, তিনি অনেক বড় ভুল করেছেন।'

পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কতটুকু বাস্তবসম্মত?—তা জানতে চাওয়া হলে বাইডেন বলেন, 'আমার মনে হয় না তিনি তা করবেন।'

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিন ঠিক কতখানি যুক্তিসঙ্গত আচরণ করছেন, সে বিষয়ে বিতর্ক চলছে। পুতিনকে 'বাস্তববাদী' মানুষ বলে অভিহিত করলেও বাইডেন বলেন, 'ইউক্রেন নিয়ে রুশ নেতার লক্ষ্যগুলো হাস্যকর।'

তিনি আরও বলেন, 'আপনি শুনুন পুতিন কী বলেছেন। ইউক্রেনে হামলার সিদ্ধান্ত জানানোর সময় তিনি যে বক্তব্য দিয়েছেন, তা যদি আপনি শোনেন, তাহলে জানবেন সেখানে তিনি এমন চিন্তাধারার কথা বলেছেন, যার সারমর্ম হচ্ছে তাকে এমন এক রাশিয়ার নেতা হতে হবে, যে রাষ্ট্রের আওতায় সব রুশভাষীরা থাকবেন। আমার মনে হয়, এটা খুবই অবাস্তব চিন্তা।'

২৪ ফেব্রুয়ারি টিভিতে প্রচারিত বক্তব্যের মাধ্যমে ইউক্রেনে আক্রমণ করার ঘোষণা দেন পুতিন। ছবি: রয়টার্স
২৪ ফেব্রুয়ারি টিভিতে প্রচারিত বক্তব্যের মাধ্যমে ইউক্রেনে আক্রমণ করার ঘোষণা দেন পুতিন। ছবি: রয়টার্স

বাইডেনের মতে, পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা দ্রুত আত্মসমর্পণ করবেন। তবে তারা প্রতিরোধ গড়ে তোলায় রুশ নেতার এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'আমার ধারণা, পুতিনের ওই বক্তব্য ও লক্ষ্যগুলো বাস্তবসম্মত ছিল না। তিনি ভেবেছিলেন তাকে ইউক্রেনে স্বাগত জানানো হবে। তিনি পুরোপুরি ভুল হিসাব করেছেন।'

ইতোমধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ও ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে ইউক্রেন পশ্চিমের কাছ থেকে দ্রুত আরও বেশি সামরিক সহায়তা চেয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি মিত্রদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদী।

গতকাল মঙ্গলবার জেলেনস্কি জি-৭ নেতাদের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও বেশি সামরিক সহায়তা চেয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

55m ago