রাশিয়া আবারও প্রমাণ করল এটি সন্ত্রাসী রাষ্ট্র: জেলেনস্কি

ধ্বসে পড়া ভবন থেকে ১ ব্যক্তিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
ধ্বসে পড়া ভবন থেকে ১ ব্যক্তিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

মধ্য ইউক্রেনীয় শহর নিপ্রোয় একটি দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ৫ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে 'সন্ত্রাসী রাষ্ট্র' হিসেবে অভিহিত করেছেন।

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, এখনো ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়ে আছেন।

আঞ্চলিক গভর্নর সের্হেই লাইসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, উদ্ধারকাজ চলছে। আহত ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক। ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ জনকে বের করেছেন। লাইসাক ধারণা করছেন, আরও এক শিশু এখনো আটকে আছে। ভবনটি পিদহোরোদনেনস্কা এলাকায় অবস্থিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, ১টি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। জরুরি সেবা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে জানান, বিস্ফোরণে ২টি ভবনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে। রাশিয়া আবারও প্রমাণ করল, এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র।'

মস্কো বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে বড় আকারে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago