ইউক্রেনকে ২ বিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ ইউক্রেনকে ৫ হাজার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড বা দুই বিলিয়ন ডলার ব্যয় করবে।
আজ রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
লন্ডনে ইউক্রেন সামিট শেষে স্টারমার বলেন, এই শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সহায়তা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
Comments