ইউক্রেনকে ২ বিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

ডাউনিং স্ট্রিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: রয়টার্স
ডাউনিং স্ট্রিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ ইউক্রেনকে ৫ হাজার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড বা দুই বিলিয়ন ডলার ব্যয় করবে।

আজ রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লন্ডনে ইউক্রেন সামিট শেষে স্টারমার বলেন, এই শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সহায়তা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Harvard sees $2.2 billion in funding frozen after defying Trump

Elite US university Harvard was hit with a $2.2 billion freeze in federal funding Monday after rejecting a list of sweeping demands that the White House said was intended to crack down on campus anti-Semitism

3h ago