১৪ বার ব্যর্থতার পর স্পিকার পেল মার্কিন হাউস

পর পর ১৪ বার ভোটে ব্যর্থতার পর ১৫তম ভোটে মার্কিন আইনপরিষদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতা কেভিন ম্যাককার্থি।
স্পিকার কেভিন ম্যাককার্থি
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি। ছবি: রয়টার্স

পর পর ১৪ বার ভোটে ব্যর্থতার পর ১৫তম ভোটে মার্কিন আইনপরিষদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতা কেভিন ম্যাককার্থি।

ম্যাককার্থির সঙ্গে অপর রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গিৎজের দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন ম্যাককার্থি।

আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের ১৬৪ বছরের ইতিহাসে নিম্নকক্ষের স্পিকার নির্বাচনে এই প্রথম এতবার ভোটের আয়োজন করতে হয়েছে।

স্পিকারের পদকে দেশটির ভাইস প্রেসিডেন্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৫তম ভোটের আগে ম্যাককার্থির সঙ্গে তার ডেপুটি গিৎজ ও অন্যান্য 'বিদ্রোহী' রিপাবলিকান আইনপ্রণেতাদের তীব্র বাকবিতণ্ডা হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচিত হওয়ায় ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'মধ্যবর্তী নির্বাচনের সময়ই বলেছিলাম যে রিপাবলিকানদের সঙ্গে আমি কাজ করতে প্রস্তুত। ভোটাররাও চেয়েছিলেন, রিপাবলিকানরা যেন আমাদের সঙ্গে কাজ করার প্রস্তুতি নেয়।'

Comments