নোয়াখালীতে ‘গণধর্ষণ’: আটক আরও ১

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জসীম (৩০)।
rape logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জসীম (৩০)।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ (৪ জানুয়ারি) ভোরে জসীমকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করা হলো।

গতকাল গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের এক নেতাসহ আরও দুইজনকে আটক করা হয়। জেলা সদরের একটি হাঁস-মুরগির খামার থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা রুহুল আমিনকে এবং সেনবাগের একটি ইটভাটা থেকে ইব্রাহিম খলিল বেচুকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

গত ১ জানুয়ারি মামলার প্রধান অভিযুক্ত সোহেলকে কুমিল্লা, অপর অভিযুক্ত বাদশা আলমকে চরবাজুলি এবং মোহাম্মদ স্বপনকে রামগতি উপজেলা থেকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৩১ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে।

আরও পড়ুন: নোয়াখালীতে ‘গণধর্ষণ’: আ. লীগ নেতা রুহুল আমিনসহ আরও ২ আটক

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago