‘জন্মদিনে বড় সারপ্রাইজ দিয়েছে আমার স্ত্রী’
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক রিয়াজ। অনেক সুপারহিট সিনেমা রয়েছে তার ক্যারিয়ারে। নাটকও করেছেন অনেক। এখন সিনেমা কম করলেও নাটক ও মডেলিং বেশি বেশি করেছেন। জনপ্রিয় এই নায়কের জন্মদিন আজ (২৬ অক্টোবর)। এই বিশেষ দিন নিয়ে রিয়াজ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
দ্য ডেইলি স্টার: কীভাবে কাটবে আজকের দিনটি?
রিয়াজ: বাসায়ই কাটতে পারে সারাদিন। আমার দিক থেকে বড় কোনো পরিকল্পনা নেই। আমার স্ত্রীর দিক থেকে থাকতে পারে। আমি জানি সে কিছু একটা করবে। কিন্তু, বলবে না। এটা আমার ভালো লাগে। এছাড়াও, বাসায় সবার সঙ্গে সময় কাটাবো। আসলে জন্মদিন মানে তো জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া!
দ্য ডেইলি স্টার: জন্মদিনে বড় সারপ্রাইজ কার কাছ থেকে পেয়েছেন?
রিয়াজ: জন্মদিনের বড় সারপ্রাইজ পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে। বরাবর জন্মদিনে বড় সারপ্রাইজ আমার স্ত্রী দেয়। এবারও দিয়েছে। রাত বারোটা এক মিনিটে সেটি দিয়েছে। একটি জীবন সুন্দর হওয়ার পেছনে স্ত্রীর অবদান অনেক। সেদিক থেকে স্ত্রীর কাছ থেকে সারপ্রাইজ পেয়ে ভালোই লেগেছে।
দ্য ডেইলি স্টার: এই দিনে সবচেয়ে ভালো লাগে কোন বিষয়টি?
রিয়াজ: মানুষের ভালোবাসা। মানুষ আমাকে উইশ করে। চেনা-অচেনা কতো মানুষ ভালোবাসে আমাকে, তা জন্মদিন এলে টের পাই। অভিনয় করি বলেই এতো মানুষের ভালোবাসা পাই। জন্মদিনে তার প্রকাশটা আরও বেশি পাই। মানুষের এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। ভাবতেই পারি না এতো মানুষ আমাকে ভালোবাসে।
দ্য ডেইলি স্টার: ছোটবেলার জন্মদিনের কথা মনে পড়ে?
রিয়াজ: খুব পড়ে। তখন তো অনেক বায়না ছিলো। এখনকার জন্মদিনে কোনো বায়না নেই। এখন ভাবি, সেসব দিনগুলি কোথায় হারিয়ে গেলো! যদি ফিরে পেতাম সেই মধুর ছোটবেলা!
দ্য ডেইলি স্টার: একটি টিভি চ্যানেল আপনার জন্মদিন উপলক্ষে কয়েকদিন ধরে শুধু আপনার সিনেমাই দেখাবে?
রিয়াজ: বিষয়টি জানার পর অনেক খুশি হয়েছি। নাগরিক টিভি এটি করবে। আমার জন্মদিনকে স্মৃতিময় ও সুন্দর করার জন্য এরকম একটি আয়োজন করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
Comments