মহিলা সমিতি খুলছে আগামীকাল

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল শুক্রবার খুলছে নাটকপাড়া হিসেবে খ্যাত বেইলি রোডের মহিলা সমিতি। এই সংবাদে উচ্ছাস প্রকাশ করেছেন থিয়েটার শিল্পীরা।
Lal Jamin
‘লাল জমিন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল শুক্রবার খুলছে নাটকপাড়া হিসেবে খ্যাত বেইলি রোডের মহিলা সমিতি। এই সংবাদে উচ্ছাস প্রকাশ করেছেন থিয়েটার শিল্পীরা।

ঘরে বন্দি থাকা থিয়েটারের মানুষরা আবারও দর্শকদের সামনে প্রাণ খুলে অভিনয় করতে পারবেন— এমনটিই প্রত্যাশা করছেন তারা।

শূন্যন রিপারেটরি থিয়েটারের ‘লাল জমিন’ দিয়ে মহিলা সমিতির দরোজা খুলবে এই করোনাকালে।

থিয়েটার কর্মীরা বার বার বলে আসছিলেন মঞ্চনাটকের শো করার জন্য সব থিয়েটার হল খুলে দিতে হবে।

অবশেষে মহিলা সমিতি খুলে দেওয়ার মধ্যে দিয়ে থিয়েটারের মানুষদের চাওয়া পূরণ হতে চলেছে।

‘লাল জমিন’ নাটকটির ২৪৪তম মঞ্চায়ন হবে আগামীকাল। নাটকটি প্রদর্শিত হবে সন্ব্যা ৭টা ১৫ মিনিটে।

এটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

‘লাল জমিন’ নাটকে এককভাবে অভিনয় করেছেন আরণ্যক নাট্যদলের মোমেনা চৌধুরী।

মোমেনা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খুব ভালো লাগছে। সারা পৃথিবী স্থবির হয়ে ছিল। অনেক কিছু খুলছে। প্রায় পাঁচ মাস পর মহিলা সমিতি খুলছে, তাও আমারই নাটক দিয়ে, এটা আমার জন্য ভীষণ আনন্দের।’

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ ডেইলি স্টারকে বলেন, ‘মহিলা সমিতি খুলে দেওয়াকে আমরা ফেডারেশনের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা চাই সংস্কৃতির দরোজা খুলে যাক। এক এক করে সবই খুলে যাচ্ছে, শুধু সিনেমা হল ও থিয়েটার হল ছাড়া। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি, শিল্পকলা একাডেমির হলগুলো খুলে দেওয়ার জন্যে।’

নাট্যজন মামুনুর রশীদ ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘মহিলা সমিতিতে আমরা বহু নাটক করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। করোনাকালে এটি খুলে দিচ্ছে তা জেনে অবশ্যই ভালো লাগছে।’

‘থিয়েটারের শিল্পীরা এতে করে আশার আলো দেখবেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অন্য হলগুলোও আশা করি শীঘ্রিই খুলে যাবে।’

তিনি সবাইকে সচেতন হয়েই নাটক দেখার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago