আগারগাঁওস্থ ফিল্ম মিউজিয়ামের উদ্বোধন
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে ফিল্ম মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। মিউজিয়ামটি উদ্বোধন করেন তথ্য মন্ত্রণায়ের সচিব কামরুন নাহার।
উদ্বোধনকালে কামরুন নাহার বলেন, ‘এই ফিল্ম মিউজিয়ামের গুরুত্ব অনেক। বাংলাদেশের সিনেমার সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসের দরজা এই মিউজিয়ামের মাধ্যমে খুলে গেল। সিনেমা সংশ্লিষ্টরা এতে উপকৃত হবেন।’
ফিল্ম মিউজিয়ামে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমার ক্রমবিকাশে বিভিন্ন সময়ে ব্যবহৃত নানা ক্যামেরা। যেমন: অ্যারি টু–সি ক্যামেরা, থ্রি–সি ক্যামেরা, ফোর-সি ক্যামেরা, চাইনিজ ক্যামেরা, বিএল ক্যামেরা প্রভৃতি।
এ ছাড়াও, বিভিন্ন সময়ে ব্যবহৃত প্রজেক্ট মেশিন, এডিটিং মেশিন, ফিল্ম জয়েনার, সিক্রোনাইজার, পোস্টার, ফটোসেট, ফটো অ্যালবাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার রেপ্লিকা, বাচসাস পুরস্কার রেপ্লিকা, ফিল্ম ব্লক, শুটিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি, কস্টিউম, শুটিং স্ক্রিপ্ট, ৭০ মিমি ফিল্ম ইত্যাদি।
ফিল্ম মিউজিয়ামটিতে বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ফিল্ম মিউজিয়ামটি সিনেমার পরিচালক, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, গবেষকদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
সব রকমের স্বাস্থ্যবিধি মেনে ফিল্ম মিউজিয়ামটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
Comments