৭ মাস পর আজ শিল্পকলায় ৩ নাটক মঞ্চায়ন

Shilpakala-1.jpg
বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্টার ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৮ মার্চ বন্ধ ঘোষণার পর টানা সাত মাস পর অবশেষে আজ শুক্রবার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল। যে কারণে থিয়েটারকর্মীরা ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।

আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হলে সপ্তাহে দুইটি করে নাটক মঞ্চস্থ করতে পারবে বিভিন্ন নাটকের দলগুলো। সপ্তাহের এই দুটি দিন হচ্ছে— শুক্র ও শনিবার।

হল তিনটি হচ্ছে— স্টুডিও থিয়েটার হল, জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হল।

দীর্ঘ সাত মাস পর আজ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। জাতীয় নাট্যশালা ও স্টুডিও থিয়েটার হলে আজ মঞ্চায়ন হবে খেয়ালী নাট্যগোষ্ঠীর স্মরণ ও প্রেমাঞ্জলি অনুষ্ঠান। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হবে পালাকারের ‘উজানে মৃত্যু’।

অন্যদিকে আগামীকাল ২৪ অক্টোবর থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করবে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’।

দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির তিনটি হল খুলে দেওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাট্যজন মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মঞ্চের মানুষ হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এ মাসেই আমরা “কহে ফেসবুক” নাটকটি মঞ্চায়ন করব।’

নাট্যজন ফেরদৌসী মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসছে নভেম্বরে আমাদের দল থেকে একটি নাটক করার চিন্তাভাবনা করছি। আজ হল খুলছে, এটা মঞ্চের মানুষদের জন্য আনন্দের খবর।’

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

2h ago