স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

বেতার নাটক, চলচ্চিত্র, টিভি নাটক ও মঞ্চ নাটকের সফল মুখ আজিজুল হাকিম, তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে আজিজুল হাকিম নিশ্চিত করেন, তিনি, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মোহাইমেন রিদোয়ান হৃদ করোনায় আক্রান্ত হয়েছেন।
গত মঙ্গলবার করোনা পরীক্ষা ফলাফল হাতে পেয়েছেন তিনি।
আজিজুল হাকিমের শরীরে এখনো জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।
আজিজুল হাকিম করোনাকালেও টিভি নাটকের শুটিং করেছেন। কয়েক মাস ঘরে বসে থাকলেও গত মাসে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন। এছাড়া সম্প্রতি তার মেয়ে নাযাহের পরিচালনায় একটি তথ্যচিত্রের শুটিং করেছেন।
Comments