টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিলের দাবি

চলচ্চিত্র শিল্পীদের জন্য সম্প্রতি কল্যাণ তহবিল গঠন করার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য সেরকম কোনো সরকারি তহবিল নেই।
TV-1.jpg
শিল্পী সংঘের সভাপতি হওয়ার পর শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। ছবি: সংগৃহীত।

চলচ্চিত্র শিল্পীদের জন্য সম্প্রতি কল্যাণ তহবিল গঠন করার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য সেরকম কোনো সরকারি তহবিল নেই।

এবার নিজেদের জন্য সরকারি কল্যাণ তহবিল চাইছেন টিভি নাটকের শিল্পী ও কলাকুশলীরা। এ বিষয়ে আগামীকাল সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবে অভিনয় শিল্পী সংঘ। সেখানে শিল্পীরা তাদের দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের সংগঠনের অল্প কয়েকটি দাবি আছে। এর মধ্যে অন্যতম হলো- আমরা টেলিভিশন শিল্পী–কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিল চাই।’

তিনি আরও বলেন, ‘গত তিন মাসে তথ্যমন্ত্রীর সঙ্গে আমরা দুটি মিটিং করেছি। সেই মিটিংয়ে কল্যাণ তহবিল নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা একটি আবেদনও করেছি। কিন্তু যথাযথ সাড়া এখনো পাইনি।’

সম্প্রতি নিজেদের কার্যালয়ে একটি সভা করেছে অভিনয় শিল্পী সংঘ। সেখানে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিলের ব্যাপারে সবাই একমত হয়েছেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিল্পী-কলাকুশলীদের জন্য সরকারি তহবিল এখন সময়ের দাবি। চলচ্চিত্র শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। আমরা সাধুবাদ জানাই। আমাদের টেলিভিশন মিডিয়ায় বহু শিল্পী ও কলাকুশলী কাজ করেন। বিরাট এক ইন্ডাস্ট্রি, কিন্তু সরকারি কোনো কল্যাণ তহবিল নেই। সরকার এই কাজটি করে দিলে আমাদের টিভি শিল্পী-কলাকুশলীদের জন্য উপকার হবে।’

কল্যাণ তহবিল থাকলে শিক্ষিত ছেলে-মেয়েরা আরও বেশি বেশি টেলিভিশন মিডিয়ায় কাজ করতে আগ্রহী হবে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

Comments