ক্যান্সারের পর করোনায় আক্রান্ত আবদুল কাদেরের ইচ্ছে...

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের খুব ইচ্ছে ছিল- দেশে ফিরে মিডিয়ার ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করবেন, একান্তে কথা বলবেন। কিন্তু হঠাৎ করে করোনাভাইরাস পজিটিভ হয়ে যাওয়ায় তার সে ইচ্ছে আপাতত পূরণ হচ্ছে না।
Abdul Qader.jpg
অভিনেতা আবদুল কাদের। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের খুব ইচ্ছে ছিল- দেশে ফিরে মিডিয়ার ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করবেন, একান্তে কথা বলবেন। কিন্তু হঠাৎ করে করোনাভাইরাস পজিটিভ হয়ে যাওয়ায় তার সে ইচ্ছে আপাতত পূরণ হচ্ছে না।

আবদুল কাদেরের এসব ইচ্ছের কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাহিদা ইসলাম বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাবা করোনা আক্রান্ত বলে শুধু মা তার সঙ্গে দেখা করতে পেরেছেন। মাকে এসব ইচ্ছের কথা জানিয়েছেন বাবা।’

তিনি বলেন, ‘বাবার এখন শুধু করোনার চিকিৎসা চলছে। অসুস্থ হওয়ার পর আজ বাবা পরিবারের সবার কথা জানতে চেয়েছেন, সবার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু তা তো আর সম্ভব না। দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলেছেন বাবা।’

গতকাল সকালে করোনা পরীক্ষার জন্য আবদুল কাদেরের নমুনা নেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় পরীক্ষার ফল পজিটিভ আসে।

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবদুল কাদের।

জনপ্রিয় এই অভিনেতা একইসঙ্গে টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় অভিনয় করেছেন।

সেই সঙ্গে মঞ্চ নাটকেও কাজ করেছেন কয়েক দশক ধরে। দেশের অন্যতম পরিচিত মঞ্চ নাটকের দল ‘থিয়েটার’র হয়ে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘মেরাজ ফকিরের মা’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন কাদের। তার আলোচিত একটি নাটক হচ্ছে ‘কোথাও কেউ নেই’।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago