৭০ কোটি ৮২ লাখ টাকা পাচার: পিকে হালদারের ৩ সহযোগী রিমান্ডে
প্রশান্ত কুমার (পিকে) হালদারকে ৭০ কোটি ৮২ লাখ টাকা পাচারে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার আরও তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
তারা হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
গত ২৪ জানুয়ারি ২৪ জনের বিরুদ্ধে দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে আজ সকালে এই তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) রবিউল আলম দুদকের আবেদনের শুনানির পর তাদের রিমান্ডের আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান আনান কেমিক্যালের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের সহায়তায় ৭০ কোটি ৮২ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে পাচার করেছেন।
আরও পড়ুন-
পিকে হালদার আত্মসাত করেছেন ১০ হাজার কোটি টাকারও বেশি
পি কে হালদারের ৬২ সহযোগীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি
অর্থ লুটপাটে পি কে হালদারের চাতুর্য ছিল বোধগম্যের বাইরে
পি কে হালদারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
দেশে ফেরা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
পি কে হালদারের অর্থ পাচার সংক্রান্ত নথি হাইকোর্টে তলব
পি কে হালদারের ২৫ সহযোগীর বিদেশযাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
Comments