খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কিছু মেডিকেল পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে এভারকেয়ারে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।’
এর আগে, সিটি স্ক্যানসহ কিছু মেডিকেল পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
Comments