ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় আ. লীগ নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ময়েনদিয়া ও পরমেশ্বদী গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরমেশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম মিনা মুকুলসহ ৩৯ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করেন।
এছাড়া, পরমেশ্বদী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মাতুব্বর ও দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখকেও মামলার আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, 'মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
গতকাল বুধবার সকালে পরমেশ্বদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ শেখ সর্মথকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশের সাত সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
Comments