লাঠি হাতে ডিসি-এসপির চামড়া তোলার স্লোগান কাদের মির্জার

অনুসারীদের নিয়ে মিছিলে কাদের মির্জা। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের নিয়ে আজ রোববার মিছিল করেছেন। এসময় মিছিল থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেন তিনি।

আজ সকাল ৯টায় মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় কাদের মির্জাকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন বসুরহাট মেয়র।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দিকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহারের দাবি জানান কাদের মির্জা। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুমকি দেন তিনি।

মেয়র বলেন, ‘এখানে প্রশাসনের ছত্রছায়ায় একরাম চৌধুরী ও মিজানুর রহমান বাদলের লোকজন তাণ্ডব চালাচ্ছে। ডিসি-এসপির নির্দেশে টাকার জন্য প্রশাসন তাদেরকে সমর্থন দিচ্ছে। ওরা এমপি একরামের রাজত্ব এখানে কায়েম করতে চায়।’

কাদের মির্জা তার অনুসারীদের নিয়ে স্লোগান, ‘ওসি রইন্যার (ওসি মীর জাহেদুল হক রনি) চামড়া, তুলে নেব আমরা’, ‘শামিমের (অতিরিক্ত পুলিশ সুপার শামিম কবির) চামড়া, তুলে নেব আমরা’, ‘ইউএনওর চামড়া, তুলে নেব আমরা’, ‘ডিসির চামড়া তুলে নেব আমরা’, ‘এসপির চামড়া, তুলে নেব আমরা’।

কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল-সমাবেশ করার এবং এতে কেউ বাধা দিলে তা প্রতিহত করার নির্দেশ দেন।

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের কথা এখন বললাম না। আমার সঙ্গে যেসব ওয়াদা তিনি করেছেন সেগুলো যেন ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করেন। না হলে আপনার বিরুদ্ধেও আন্দোলন চলবে। সেই সঙ্গে আপনার বউয়ের বিরুদ্ধেও আন্দোলন চলবে।’

গতকাল শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাদের মির্জার সমর্থকদের মিছিলে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ছয় জন গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ এনে তিনি এসব হুমকি দেন।

এ ব্যাপারে কথা বলার জন্য কাদের মির্জার ব্যবহৃত মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago