এক মাস পর সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে এক মাস পর কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিকেল পাঁচটার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) কেবিনে আনা হয়েছে। কারণ, সিসিইউতে তার দীর্ঘ অবস্থান ঝুঁকিপূর্ণ। যেহেতু তার ইতোমধ্যে ইনফেকশন আছে, তাই ডাক্তাররা কেবিনে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।’

তিনি জানান, কেবিনে সিসিইউ সুবিধাসহ কোভিড পরবর্তী জটিলতার জন্য বিএনপি প্রধানকে চিকিৎসা দেওয়া হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৩ মে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।

করোনায় আক্রান্ত হওয়ার ২৭ দিন পর গত ৮ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট এলেও তিনি এখনো কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Cyberattack hits state-owned bank in Iran: local media

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

6h ago