বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসনের দাবি বিএনপির
মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসনের দাবি জানান।
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানানোর পাশাপাশি তিনি বলেন, ‘সরকারের অগ্রাধিকারভিত্তিতে তাদের (বস্তিবাসীদের) আবাসনের ব্যবস্থা করা উচিত।’
আগুন লাগার যথাযথ কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তেরও দাবি জানান এই বিএনপি নেতা।
অতিদরিদ্র মানুষ বস্তিতে বাস করেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।
তিনি বলেন, ‘সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু এই অতিদরিদ্র মানুষের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এটা কোনো কঠিন কাজ না। সরকার তাদের জন্য খাস জমি বরাদ্দ দিতে পারে।’
বিএনপি নেতা তাবিথ আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সর্বশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন তাবিথ আউয়াল।
Comments